ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের আমন্ত্রণে রুনা লায়লা

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৬, ১২:৪১

সাহস ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের আমন্ত্রণে লন্ডনের হাউজ অব কমন্স ঘুরে দেখলেন আন্তর্জাতিক, ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।

সোমবার (২৪ অক্টোবর) রুনা লায়লা, তাঁর মেয়ে, মেয়ের জামাই ও দুই নাতিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে গেলে পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন টিউলিপ সিদ্দিক তাদের স্বাগত জানান।

হ্যামস্টেড ও কিলবার্ন আসনের এমপি টিউলিপের মা বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।

টিউলিপ বলেন, বাংলাদেশের জনপ্রিয় এ শিল্পীর বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত আছে, গত অর্ধশতক ধরে সংগীত পরিবেশন করে তিনি তাদের ভালোবাসা অর্জন করেছেন।

পার্লামেন্ট ঘুরে দেখার সময় রুনা লায়লার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের বাঙালি এমপি রূপা হক, হাউজ অব লর্ডসের বাঙালি সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন, ব্রিটিশ এমপি স্টিফেন টিমস, জিম ফিৎজপ্যাট্রিক, ওয়েস স্ট্রিটিং, ক্যাথরিন ওয়েস্ট ও বীরেন্দ্র শর্মার সাক্ষাৎ হয় এবং তারা ছবি তোলেন বলে টিউলিপ জানান।

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা বেশ কিছুদিন ধরেই লন্ডনে আছেন।

সংগীত জগতে ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রবাসীদের আমন্ত্রণে গত ২৪ সেপ্টেম্বর লন্ডনের এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সামনে গান পরিবেশন করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত