প্রবাসী শ্রমিকদের পাঠানো অর্থে করারোপ করবে না সৌদি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৭, ১৬:২৩

সাহস ডেস্ক

প্রবাসী শ্রমিকদের অর্থে কোনো ধরনের করারোপের কোনো পরিকল্পনা নেই সৌদি আরবের।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র ২৩ জানুয়ারি (সোমবার) একথা জানিয়েছেন। খবর সৌদি গেজেট'র।

সৌদি থেকে পাঠানো রেমিট্যান্সের ওপর করারোপ করতে যাচ্ছে সরকার-সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুজবের জবাবে তিনি এ তথ্য জানান।

দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র দৃঢ়তার সঙ্গে এ ধরনের পরিকল্পনার কথা নাকচ করে দেন।

তিনি বলেন, মুদ্রা প্রবাহের স্বাধীনতা এবং সৌদি থেকে লেনদেনের বিষয়ে আন্তর্জাতিক রীতিনীতি সংক্রান্ত মূলনীতি অনুসরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এবিষয়ে ২১ জানুয়ারি (শনিবার) সৌদি শুরা কাউন্সিল জানিয়েছে, বিদেশে পাঠানো রেমিট্যান্সের ওপর তারা ৬ শতাংশ কর আরোপের চিন্তাভাবনা করছে। তবে শুরা কাউন্সিলের সব প্রস্তাবই সৌদি শাসকগোষ্ঠী গ্রহণ করে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত