কুয়েতে বাংলাদেশির ফাঁসি কার্যকর

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ১০:৫৯

সাহস ডেস্ক

কুয়েতে এক বাংলাদেশি ও রাজ পরিবারের এক সদস্যসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আল-জাজিরা বলছে, অপহরণ ও ধর্ষণের দায়ে বুধবার তার মৃত্যুদণ্ড কার্যকর করে কুয়েতি কর্তৃপক্ষ।

কুয়েতের কেন্দ্রীয় কারাগারে এই সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশির নাম-পরিচয় আসেনি। তাদের মধ্যে এক কুয়েতি  নারী রয়েছেন, যিনি স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠান চলাকালে তাঁবুতে আগুন দিয়ে ৪০ জনের বেশি নারী-শিশুকে পুড়িয়ে মেরেছিলেন।

প্রিন্স ফয়সাল আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ নামের রাজপরিবারের ওই সদস্যকে পূর্বপরিকল্পিত হত্যার দায়ে ফাঁসিতে ঝোলানো হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া অপর দুই নারী ও দুই পুরুষ মিশর, ইথিওপিয়া ও ফিলিপিন্সের নাগরিক। হত্যা, হত্যাচেষ্টা এবং অপহরণ ও ধর্ষণের দায়ে তাদের এই শাস্তি হয়।

আর দুই মিশরীয়র মৃ্ত্যুদণ্ড হয় পরিকল্পিত হত্যার দায়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত