সিডনিতে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব

প্রকাশ | ২৫ এপ্রিল ২০১৭, ১৬:১৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০১৭, ১৬:২১

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সংগঠন প্রতীতির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৪ বরণ করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সিডনির ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টারে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত শিল্পী সিরাজুস সালেকীনের অংশগ্রহণ ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে সিডনিবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘আনন্দতরঙ্গ উঠে দশ দিকে’ শীর্ষক বর্ষবরণের এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলা গান, গণসংগীত, নৃত্য ও আবৃতি হলভর্তি দর্শকদের মনোযোগের পিনপতন নীরবতা অধিকার করে। প্রতীতি বরাবরের মতোই এবারও যথাসময়ে (সকাল সাড়ে ১০টা) অনুষ্ঠান শুরু করে।

উল্লেখ্য, সিডনির বাঙালিদের পঞ্চাশের বেশি সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে প্রতীতি সে রকম দুই-একটি সবচেয়ে পুরোনো সংগঠনের একটি, যারা সময় মতো অনুষ্ঠান শুরু করে। প্রায় বিশ বছর যাবৎ সিডনিতে মানসম্মত অনুষ্ঠান পরিবেশনার কারণে অনেকেই এই সংগঠনটিকে সিডনির ছায়ানট বলেও অভিহিত করেন। অনুষ্ঠানে সদ্যপ্রয়াত কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।