প্রায় ২ হাজার বাংলাদেশি তুরস্কে আটকা পড়েছে

প্রকাশ : ০৫ জুলাই ২০১৭, ১৮:২৫

সাহস ডেস্ক

অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তুরস্কে প্রায় দুই হাজার বাংলাদেশি আটকা পড়েছেন বলে জানিয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। 

তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে ৪ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে জানানো হয়, এতে করে আটকে পড়া শ্রমিকদের মানবিক সংকটে পড়ার আশংকা রয়েছে।

তথ্য বিবরণীতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিরাই মূলত: অবধৈভাবে ইউরোপ যাওয়ার আশায় তুরস্কে প্রবেশ করছেন। এদের মধ্যে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন।

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের তুরস্ক হয়ে ইউরোপ যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং সেখানে আটকে পড়া বাংলাদেশিদের প্রত্যাবাসনে শ্লথগতিতে মানবিক সংকটের সৃষ্টি হতে পারে। বিবরণীতে যেকোন বাংলাদেশি নাগরিকের এভাবে অবৈধ অভিবাসনের চেষ্টা থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত