বিডিআই আজীবন সম্মাননা পাচ্ছেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী

প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১৪:০২

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি-আমেরিকান গবেষক-পেশাজীবীদের সংগঠন ‘বিডিআই (বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ)’-এর পক্ষ থেকে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ভাইস চ্যান্সেলর অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

আগামী বছরের শেষের দিকে আন্তর্জাতিক সম্মেলনে এ পুরস্কার দেওয়া হবে ১ আগস্ট (মঙ্গলবার) বিডিআইয়ের প্রেসিডেন্ট মুনির কুদ্দুস এ তথ্য জানিয়েছেন। 

এর আগে ২০১৫ সালের বিডিআই সম্মেলনে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় জাতীয় অধ্যাপক নূরল ইসলামকে। ২০১৩ সালে এ পুরস্কার পান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান।

প্রসঙ্গত, ১৯৯৫ সালে পেনসিলভেনিয়ার ‘ইউনিভার্সিটি অব পিটসবার্গ’-এর মিলনায়তনে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা এ সংস্থা গঠন করেন। সর্বশেষ ২০১৫ সালের সম্মেলন হয়েছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলে-তে। এর আগে ২০১৩ সালের সম্মেলনও একই স্থানে হয়। ২০১১ সালের সম্মেলন হয়েছে রাজধানী ঢাকায়। ২০০৯ সালের বিডিআই সম্মেলন হয়েছে বস্টনে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত