সৌদি আরবে ‘প্রবাসী সেবা কেন্দ্র’ চালু

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৭, ১৪:১৪

সাহস ডেস্ক

সৌদি আরবের মদিনায় বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে ‘প্রবাসী সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে।

১৬ অক্টোবর (সোমবার) স্থানীয় সময় সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে প্রথম তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের ইনোভেশন টিমের প্রধান ও যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান।

জেদ্দা কমিউনিটি নেতা সারতাজুল আলম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সেবা কেন্দ্রের বিভিন্ন তথ্য তুলে ধরেন মো. মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের অধীনে তথ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ  সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দিনের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রোগ্রামের ইনোভেশন স্পেশালিস্ট উপ-সচিব সাহিদা সুলতানা।

জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দিন কমিউনিটির উদ্দেশ্যে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। এ প্রোগ্রামের আওতায় বাংলাদেশের প্রতিটি থানায় প্রবাসে অবস্থানরত সকল নাগরিক তথ্য প্রযুক্তির আওতাধীন আসবে বলে জানান তিনি।
সাহস২৪.কম/শামিম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত