মক্কায় দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০১৭, ১১:৪৭

সাহস ডেস্ক

সৌদি আরবের মক্কায় এক সড়ক দুর্ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তার দুই ছেলে নিহত হন। তারা হলেন- ইতালি প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের বড় ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

৩০ ডিসেম্বর (শুক্রবার) রাতে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, গত ২৮  ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে। পরিবারটি ওমরা পালন করতে গত ২৩ ডিসেম্বর (শনিবার) ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষেই তারা মদিনা যাচ্ছিলেন।

দুর্ঘটনায় কামরুল ইসলাম নিলয় এবং গাড়ির চালকও গুরুতর আহত হন। তাদের কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

দুর্ঘটনার সম্পর্কে এখনও কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, তবে সৌদি প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানান, ওমরা পালন শেষে নয়ন পরিবারের সদস্যদের নিয়ে মদিনা যাচ্ছিলেন। এসময় পাহাড়ি পথে প্রাইভেটকারের চাকা ফেটে তা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
সাহস২৪.কম/জুয়েনা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত