জাপানে প্রবাসীদের অমর একুশে পালন

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১০

সাহস ডেস্ক

জাপানে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রবাসী বাঙালিরা।

স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে টোকিওতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ইকেবুকুরো নিশিগিচি পার্কে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান।

দিনের শুরুতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমার নেতৃত্বে স্থানীয় সিটি মেয়র ইউকিও তাকানোকে সঙ্গে নিয়ে প্রভাতফেরির পর  শহীদ মিনারে ফুল দেওয়া হয়। এরপর দূতাবাসের মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পাল করা হয়। এ সময় ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে রাষ্ট্রদূত ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন- টোকিও বিশ্ববিদ্যালয়ের ফরেন স্টাডিজের অধ্যাপক কিয়োকো নিওয়া, এন এইচ কের সাবেক সিনিয়র প্রডিউসার কাজুহিরো ওয়াতানাবে ও প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা।

কিয়োকো নিওয়া বলেন, বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে জাপানিরা বাংলা ভাষা শিখছে।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত