সৌদিতে সিলিন্ডার বিস্ম্ফোরণে সাত বাংলাদেশির মৃত্যু

প্রকাশ | ১৯ এপ্রিল ২০১৮, ১০:৩২ | আপডেট: ১৯ এপ্রিল ২০১৮, ১০:৫৯

অনলাইন ডেস্ক

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ম্ফোরিত হয়ে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে।  স্থানীয় সময় বুধবার ভোরে দেশটির হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। 

তারা হলেন ইমরানুল হক সোহেল (৩৪) ও তার ভাই ইমামুল হক মুন্না (২২)। তারা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল হকের ছেলে।  এ ছাড়া অপরজন হলেন একই উপজেলার শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)।  অন্যদের পরিচয় পাওয়া না গেলেও একজন ফেনীর ও দুজন নোয়াখালীর বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতের খাবার শেষে হোলাইফা শহর এলাকায় একই রুমে সাত বাংলাদেশি ঘুমিয়ে পড়েন।  বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ম্ফোরিত হয়ে তাদের মৃত্যু হয়।

সাহস২৪.কম/আল মনসুর