সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশ : ০৮ মে ২০১৮, ১৭:৫১

সাহস ডেস্ক

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। 

০৬ মে (রবিবার) সকালে সিঙ্গাপুরের বিডোক এলাকায় সাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লড়ির সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম মোল্লা বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার বাঈখোলা গ্রামে।

জহিরুল ইসলামের সহকর্মী রবিন ও সুবাহান জানিয়েছেন, ‘সকালে জহিরুল ইসলাম তার বাসা কাকিবুকিত থেকে টেম্পানিসে সাইকেল চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেন। মাঝ রাস্তায় বিডোক মসজিদের চৌরাস্তায় শ্রমিক বহনকারী লড়ির সাথে দুর্ঘটনা ঘটে। পরে অ্যাম্বুলেন্স দিয়ে চাঙ্গি জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

০৮ মে (মঙ্গলবার) স্থানিয় সময় বিকাল ৬টায় গ্যালাং বাহরুর ৮৯ নম্বর ব্লকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

আগামী ০৯ মে (বুধবার) বিকালে তার মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। নিজ গ্রামে নিয়ে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।

জহিরুল ইসলাম মোল্লা নির্মাণ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরের জিনসিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে প্রায় ১৮ বছর ধরে কর্মরত ছিলেন। তার ছয় বছরের একটি ছেলে সন্তান, স্ত্রী ও মা আছেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত