যুক্তরাষ্ট্র প্রবাসীদের উচ্ছ্বাস

তথ্যপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে বাংলাদেশ

প্রকাশ : ১১ মে ২০১৮, ০১:০২

সাহস ডেস্ক

প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশ যখন মহাকাশে নিজস্ব স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' উৎক্ষেপণ করছে, তখন দেশের মানুষের সঙ্গে লাখ লাখ প্রবাসীও সেই গৌরবের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে উচ্ছ্বসিত। ফ্লোরিডার ক্যাপ ক্যানার্ভল স্পেস স্টেশন থেকে 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইট উৎক্ষেপণের মাহেন্দ্রক্ষণকে নতুন দিগন্ত হিসেবে অভিহিত করছেন নিউইয়র্কসহ আমেরিকাজুড়ে দলমত নির্বিশেষে বাংলাদেশিরা। আর এই স্মরণীয় মুহূর্তকে কীভাবে দেখছেন আমেরিকার বাংলাদেশিরা।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে বহুমুখী ব্যক্তিত্ব ড. চৌধুরী সারওয়ারুল হাসান মহান মুক্তিযুদ্ধে ঠাকুরগাঁও এলাকায় মুজিব বাহিনীতে (বিএলএফ) সক্রিয় যোদ্ধা ছিলেন। নিউইয়র্কে কুইন্সের ফ্লাশিং হসপিটালের মেডিকেল সেন্টারের গ্যাস্ট্রোএন্টোলজি বিভাগের বিভাগীয় প্রধান এই মুক্তিযোদ্ধা চিকিৎসক বলেন, স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' উৎক্ষেপণ একটি যুগান্তকারী ঘটনা। প্রযুক্তি ও বিজ্ঞানে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রমাণ এটি। বাংলাদেশে উন্নতির যে জোয়ার এসেছে তাতে আমরা পাচ্ছি বহুমুখী পদ্মা সেতু, হচ্ছে ঢাকা-চট্টগ্রাম চার লেন সড়ক, চালু হবে বুলেট ট্রেন। এর সঙ্গে সঙ্গে স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত