কানাডার প্রাদেশিক সরকারের নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মেয়ে ডলি বেগম

প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৬:২৮

সাহস ডেস্ক

কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে এম পি পি পদে এই প্রথম বাংলাদেশি মেয়ে ডলি বেগম টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে প্রার্থী হয়েছেন।

তার নির্বাচনী এলাকা টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট’এর অধিবাসী ছাড়াও প্রবাসী বাঙালিরা এবং বাংলা মিডিয়াগুলোও ডলির প্রতি সমর্থন জানাচ্ছে। প্রবাসীদের এই  ঐক্য ইতিপূর্বে দেখা যায়নি। কারণ, ডলির জয় মানে বাংলাদেশের বিজয়। সেজন্যই কানাডার প্রতিটি প্রবাসী বাংলাদেশির প্রত্যাশা, অন্টারিও প্রাদেশিক সংসদে ডলি  বেগম সাংসদ হয়ে ইতিহাস গড়ুক।

ডলি বেগম তার বক্তব্যে নিজের অবস্থান তুলে ধরেন। বিশেষ করে কীভাবে কমিউনিটির জন্য কাজ করতে চান তার বর্ণনা দেন। নির্বাচনী প্রচারে বাংলাদেশিসহ সকল  কমিউনিটির সদস্যদের তার পাশে থাকার জন্য আহ্বান জানান। মূলধারার একটি রাজনৈতিক দল থেকে মনোনয়ন পাওয়ায় তিনি ধন্যবাদ জানান দলটির  নেতাকর্মীদের।

উল্লেখ্য, কানাডায় ভারতীয়, পাকিস্তানি, আফগানি নারী সাংসদ নির্বাচিত হয়েছেন। কিন্তু বাংলাদেশি হয়নি। এবার হবার সম্ভাবনা তৈরি হয়েছে। ডলি জিতলে একদিকে  কানাডার ইতিহাস, অন্যদিকে বাংলাদেশের ইতিহাসও গৌরবোজ্জ্বল হবে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত