সৌদি থেকে ফেরত আসলেন আরও ৪২ নারী গৃহকর্মী

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪

সাহস ডেস্ক

গৃহকর্তার শারীরিক নির্যাতন আর বিনা কারণে মাসের পর মাস জেল খাটার পর সৌদি আরব থেকে ফেরত আসলেন আরও ৪২ নারী গৃহকর্মী।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা। বেসরকারী প্রতিষ্ঠান ব্র্যাক, বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে তাদেরকে দেশে আনা হয়। এরা সবাই সৌদির কারাগারে ছিলেন। জেল খেটেছেন ৩ থেকে ৯ মাস।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, গৃহকর্মী হয়ে সৌদি আরব গিয়ে কাজে যোগ দেয়ার পর থেকে শুরু হয় গৃহকর্তার নির্যাতন। মাস শেষে বেতন চাইলে আরও নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় বিদেশে নারী গৃহকর্মীদের পাঠানোর বিষয়ে সরকারকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত