মৃত্যু হয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডার

প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ১৮:৪০

সাহস ডেস্ক

বিশ্বের দীর্ঘজীবী পান্ডা বলা হতো জিয়া জিয়াকে (৩৮)। হংকংয়ের ওশান পার্ক চিড়িয়াখানায় ছিল এই পান্ডাটি।

১৯৯৯ সালে হংকংয়ে কয়েকটি পান্ডা উপহার হিসেবে পাঠায় ব্রিটেন।

রবিবার (১৬ অক্টোবর)ওশান পার্ক কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য অনেক খারাপ হয়ে পড়ায় পশু চিকিৎসকদের পরামর্শে পাণ্ডাটিকে ইউথেনেশিয়া (যন্ত্রণাহীনভাবে মৃত্যু ঘটানো) করা হয়।

পার্ক কর্তৃপক্ষ জানায়, জিয়ার স্বাস্থ্য এতই খারাপ হয়ে পড়ে যে, সে চলার শক্তি হারিয়ে ফেলে। বেশিরভাগ সময় শুয়ে কাটাতো। খাবার খাওয়ার ক্ষেত্রে অনাগ্রহী ছিল সে। তাই তার ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কমে যায়। নিয়মিত খাবার না খাওয়ায় স্বাস্থ্য খারাপ হয়ে যায় জিয়ার।

টানা দুই সপ্তাহ ধরেই কষ্ট পাচ্ছিল পান্ডাটি। তাকে এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পার্কটির তত্ত্বাবধায়করা একমত হন পান্ডাটির ইউথেনেশিয়া করানোর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত