হাতীবান্ধায় মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশ : ১১ মে ২০১৭, ১৯:২২

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় ব্রিধান ২৮ জাতের শস্য কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার ওই উপজেলার বাড়াইপাড়া গ্রামের ধান চাষী নুরুল হক ও মধ্য গড্ডিমারী গ্রামের কৃষক রমজান আলীর ধান ক্ষেতে উক্ত শস্য কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নুরুল হকের জমিতে প্রতি হেক্টরে ফলন হয়েছে ৬.৬২ মেট্রিকটন ও রমজান আলীর জমিতে ৬.৪২ মেট্রিকটন।

উক্ত শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান ও সৈয়দ আলী প্রমুখ।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন এ প্রসঙ্গে বলেন, উক্ত ফলন এবারের মৌসুম অনুযায়ী মোটামুটি ভাল পর্যায়ের। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত