চাঁপাইনবাবগঞ্জে মৎস্য চাষ উপকরণ বিতরণ

প্রকাশ : ১২ মে ২০১৭, ১৪:০৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মৎস্য চাষীদের মাঝে সদর উপজেলা মৎস্য দপ্তর বিভিন্ন উপকরণ বিতরণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স চত্বরে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিথি ছিলেন সদর সাংসদ আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা, ভারপ্রাপ্ত সদর উপজেলা চেয়ারম্যান মহসিন আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

সদর উপজেলা মৎস্য দপ্তর উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় মহাডাঙ্গা ও বিল গাওয়া বিলে ও রাজস্ব খাতে বিল শাকুলায় বিল নার্সারি কার্যক্রম বাস্তবায়নের জন্য সুফলভোগীদের মাঝে এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় (প্রদর্শণী জলাশয়ে) এসব উপকরণ বিতরণ করে। বিতরণকৃত উপাদানের মধ্যে রয়েছে চুন, ইউরিয়া, টিএসপি, খইল, মাছের খাবার ইত্যাদি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত