চাঁপাইনবাবগঞ্জে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

প্রকাশ : ১৮ মে ২০১৭, ১৩:৩০

চাঁপাইনবাবগঞ্জে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সেন্টারের প্রশিক্ষণ হলরুমে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার ৬০ জন কৃষক-কৃষাণীকে পারিবাবরিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন সেন্টারের উপপরিচালক ড. সাইফুর রহমান, সহকারী উদ্যান উন্নয়ন কর্মকর্তা শাহীন সালেহীন, উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলাম, উদ্যানতত্ত্ববিদ মাহমুদুল হাসান ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুরুল হুদা।

প্রশিক্ষণে পারিবারিক পুষ্টি পূরণে বসত বাড়িতে চাষ করা ফলের ভূমিকা, চাষ পদ্ধতি, রোগ-বালাই ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে ভিযেতনাম থেকে আমদানীকৃত মাত্র তিন বছরের মধ্যে ফল দিতে সক্ষম নারিকেল চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত