ডিমলায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশ : ১২ জুন ২০১৭, ১৯:৪৪

ডিমলা প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে চাষীদের নিয়ে উন্নত মানের ধান, গম ও নাবী পাটবীজ উদপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্প-২০১৭ উপলক্ষে গত কাল উপজেলা অডিটোরিয়াম হলরুমে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের ৬০ জন কৃষকের মাঝে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণার্থীদের মাঝে আগামী ব্রি ধান উৎপাদন ও সংরক্ষণ করার লক্ষে প্রশিক্ষণ প্রদান করেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস আলী, অতিরিক্ত পরিচালক মোঃ কেরামত আলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, কৃষি সমপ্রসারণ অফিসার তপন কুমার রায়, এস এ ও আব্দুর সালাম ও মোঃ আবু তাহের সরকার।

দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে কৃষকদের হাতে কলমে ধানের জীবন কাল অঙ্গজ, প্রজনন, পরিপক্ককাল সর্ম্পকে বিসদ আলোচনা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত