ডিমলায় তিস্তা নদীতে খাঁচায় মৎস্য চাষ প্রকল্প শুরু

প্রকাশ : ২৫ জুন ২০১৭, ১২:১৫

ডিমলা প্রতিনিধি

নীলফামারী জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে ২৪ জুন খাঁচায় মৎস্য চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক খালিদ রহিম, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

এ উপলক্ষে একটি আলোচনা সভা সহকারী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, বীরমুক্তিযোদ্ধা মোঃ মিয়ার উদ্দিন, সভাপতি, টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য, মোঃ আব্দুল মজিদ, মোঃ মহুবর রহমান, মামুন ইসলামসহ এলাকার অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত