খাবার খোঁজে লোকালয়ে বানর

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৭, ১১:৫৯

তপু আহম্মেদ

খাবারের খোঁজে বানর এ গাছ ও গাছে ঘুরে বেড়াচ্ছে। মানুষের বসতবাড়িসহ হাটবাজারে দেখা যাচ্ছে এমন বানরকে।

মঙ্গলবার সারাদিন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এ বানরকে। হঠাৎ এলাকায় বানর দেখে মানুষ ভীড় জমাচ্ছে। অভুক্ত বানরও মানুষকে দেখে পালিয়ে বেড়াচ্ছে।

মঙ্গলবার ভোরে উপজেলার কষ্টাপাড়া ঘোষপাড়া এলাকায় বানর দেখতে পায় গ্রামের মানুষজন। পরে বানর দেখতে সেখানে মানুষের ভীড় করতে দেখে দ্রুত স্থান করে বানরটি। এরপর আর সন্ধান পাওয়া যায়নি। এরপর গোবিন্দাসী ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন কুকাদাইর কালা সড়ক এলাকায় বিকালে আবার দেখা গেছে বানরটিকে। 

অন্যদিকে ভূঞাপুর উপজেলা হতে মধুপুর বনের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ধারনা করা হচ্ছে বানরটি খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করেছে।

গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের উৎপল হালদার জানান, বিকালের দিকে বাড়ির পাশে হঠাৎ একটি বানরকে গাছে দেখতে পাই। বানরটি এ গাছ ও গাছে যাচ্ছে।

ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, লোকালয়ে আসা বানরটির বিষয়ে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বানরটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত