হাওরে অস্থায়ী বসতি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৮:২৭

নুর উদ্দিন

আজমত উল্যাহর নিজের কোন জমি নেই। বছরের খাবার জোগাড় করতে স্ত্রী সন্তান নিয়ে নলুয়ার হাওরের অনাবাদি উঁচু জমিতে ছন ও বাঁশ দিয়ে অস্থায়ী ছোটঘর বানিয়েছেন। স্থানীয় ভাষায় হাওরের ছোটঘর ‘হোড়া’ নামে পরিচিত।

গত এক সপ্তাহ ধরে নলুয়ার হাওরেই রাত যাপন করছেন তিনি। কৃষি কাজে স্বামী-স্ত্রী মিলে অন্যের জমির ধান কাটা, মাড়াই, ঝাড়া, শুকানোর কাজ করে ধান পেয়েছেন তিন মণ।

গতকাল নলুয়ার হাওরে কথা হয় আজমত উল্যাহর সঙ্গে। জগন্নাথপুর গ্রামের কৃষক জাহির মিয়ার ধান পাহারা দেওয়ার কাজ করছেন তিনি। আর তার স্ত্রী দিনে মাড়াই দেওয়া ধান শুকানোর কাজ করছেন। তাদেরকে সহযোগিতা করছে ১২ বছরের ছেলে সামাদ। স্বামী-স্ত্রী মিলে দশ-বার মণ ধান পেলেই তাদের সংসারের সারা বছরের আহার হবে।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, চারিদিকে ধানক্ষেত, মাঝে মধ্যে ছোট ছোট ছনের ঘর দেখতে অনেক ভাল লাগে। কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত