বিনোদন পার্ক নিয়ে বিতর্কে ‘স্পেস ওয়ার্ল্ড’

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:০৭

সাহস ডেস্ক

দেখলে মনে হবে বরফে পরিণত হয়েছে সমুদ্র। সেই বরফের নীচে থমকে গিয়েছে হাজার হাজার মাছের গতি। এমনই অভিনব পরিকল্পনায় নিজেদের বিনোদন পার্ক তৈরি করেছিল জাপানি সংস্থা স্পেস ওয়ার্ল্ড।  

বিনোদন পার্কের এমন অভিনব চেহারা দেখতে উপচে পড়া ভিড়। বারোই নভেম্বর থেকে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা। সঙ্গে সমালোচনাও। কেন সামুদ্রিক প্রাণীগুলি খেলার সরঞ্জাম, তা নিয়েই ফেসবুক-টুইটারে ঝড়। 

প্রাথমিকভাবে সমালোচনা সামালের চেষ্টা করে বিনোদন পার্ক কর্তৃপক্ষ। কিন্তু তাতেও বরফ গলেনি। শেষ পর্যন্ত পিছু হটল ওই বিনোদন পার্ক কর্তৃপক্ষ। স্পেস ওয়র্ল্ড বন্ধ করে দিলেন তাঁরা। বরফ গলল, মাছ বের করার জন্য।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত