ডিনারের টেবিলে প্রিয়তমা স্ত্রীকে গুলি

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ১২:৫৫

অনলাইন ডেস্ক

খাবারে ভাগ বসানোয় ডিনারের টেবিলে প্রিয়তমা স্ত্রীকেই কিনা গুলি করে মেরে ফেলার চেষ্টা করেছেন এক স্বামী। 

জানা যায়, পরিবারের সাথে ডিনার করতে বসেছিলেন ড্যানিয়েল। এ সময় তার গ্রীল্ড চীজের স্যান্ডউইচে কামড় দেয় স্ত্রী। সঙ্গে সঙ্গে ক্ষোভে চিৎকার শুরু করে দেন ড্যানিয়েল। বাড়িতে রাখা আগ্নেয়াস্ত্র দিয়ে স্ত্রীর দিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোঁড়েন তিনি।

আতঙ্কে তার স্ত্রী তিন সন্তানকে নিয়ে বাড়ির বাইরে ছুটে পালিয়ে জীবন বাঁচান। কিন্তু ড্যানিয়েলের মেজাজ তাতেও শান্ত হয় না। বেশ কয়েকবার রান্নাঘরের দিকে ফাঁকা গুলি করে মনের ঝাল মেটান তিনি।

গোলাগুলির শব্দে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্যানিয়েলের বাড়ি ঘিরে ফেলে। আতঙ্কিত প্রতিবেশীরা ভয়ে নিজ নিজ বাড়িতে নিরাপদে আশ্রয় নেন।

পরবর্তীতে অবশ্য ড্যানিয়েল আত্মসমর্পণ করতে বাধ্য হন। পুলিশ তাকে আটক করে জেলে পাঠিয়ে ঘর তল্লাশি করে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে। ড্যানিয়েলকে হত্যা প্রচেষ্টা মামলার আসামি করেছে পুলিশ। যদিও এ ঘটনার পর স্ত্রীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমনকি ঘটনার পেছনে মাদক বা নেশা জাতীয় কিছু দায়ি কিনা তাও জানা যায়নি।