‘ওইমায়াকন’-এ মাত্র ৩ ঘণ্টা দিনের আলো

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৫:১৮

সাহস ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এখানে এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। জায়গাটা ওইমায়াকন নামে পরিচিত। ইন্ডিগির্কা নদীর পাশে, রাশিয়ার এক প্রত্যন্ত গ্রাম।  রাশিয়ার এই গ্রামটি পৃথিবীর সব থেকে  শীতলতম স্থান, যেখানে স্থায়ী মনুষ্যবসতি রয়েছে। ডিসেম্বরে এখানে দিনে ঘণ্টা তিনেকের জন্যে আলো দেখা যায়। অন্যদিকে, বছরের মাঝামাঝি, জুন মাস নাগাদ সূর্য জেগে থাকে প্রায় ২১ ঘণ্টা।

ওইমায়াকনকে বলা হয় ‘পোল অব কোল্ড’। বর্তমানে সেখানে প্রায় ৫০০ মানুষের বসবাস। কৃষিকাজ তো অনেক দূরস্থান, ঠাণ্ডার জন্য এখানে কোনো গাছই বাঁচে না। এখানকার মানুষের প্রধান খাদ্য ঘোড়া আর রেন-ডিয়ারের মাংস। জানুয়ারি  মাসে এখানকার তাপমাত্রা নেমে যায় -৫০ ডিগ্রি সেলসিয়াসে।  এখনও পর্যন্ত রেকর্ড তাপমাত্রা -৭১.২ ডিগ্রি সেলসিয়াস।

বেশ কিছু ভ্রমণসংস্থা পৃথিবীর শীতলতম এই গ্রামে  উৎসুক পর্যটকদের নিয়ে যাচ্ছে।

প্রায় প্রত্যেক বাসাতেই কয়লা বা কাঠ জ্বালিয়ে রাখা হয় গরম থাকার জন্য। কলমের কালি, গ্লাসের পানি সবই জমে যায় অত্যধিক ঠান্ডার কারণে। সব থেকে  সমস্যা দেখা দেয় কেউ মারা গেলে। বরফের আস্তরণ আগে গরম কয়লা দিয়ে গলিয়ে, তবেই মাটি খোঁড়া যায়।

ভাবতে অবাক লাগে, এত কষ্ট সহ্য করেও কেন মানুষজন থাকেন এই গ্রামে! এর উত্তর জানেন শুধু ওইমায়াকন বাসীরাই।

তবে, বর্তমানে এ স্থানে যাওয়ার সুযোগ রয়েছে সবারই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত