যে শহরের মানুষ ১৪০ ভাষায় কথা বলে

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৭

সাহস ডেস্ক

উত্তর আমেরিকার সর্ববৃহৎ দেশ কানাডা। কানাডার টরেন্টো নগরীর কথা অনেকেই জানেন। এটি কানাডার সর্বাপেক্ষা জনবহুল শহর।

বিবিসির একটি প্রতিবেদনে উঠে আসে কানাডার এই বৃহত্তম শহরটিতে প্রতিবছর অন্তত এক লাখ নতুন মানুষের আনাগোনা হয়। এই বহুজাতিক ও বহু সংস্কৃতির দেশটিতে মানুষ ১৪০টি ভাষায় কথা বলে।

টরেন্টো নগরীতে বহু বছর ধরে বিশ্বের নানা প্রান্ত থেকে অভিবাসীরা এসে নিজেদের ঠিকানা করে নিয়েছেন। আর এ কারণে এ শহরের মানুষের মাঝে অসংখ্য সংস্কৃতির সমাহার রয়েছে। টরেন্টো কেন বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের কাছে প্রিয় সেটা নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত।

ব্রুস পুন টিপ নামে এক বাসিন্দা যে ২৭ বছর ধরে এই শহরে আছে জানায়: ‘মানুষ টরেন্টোকে ভালোবাসে তার সুন্দর সুন্দর লেকের জন্য।’

টরেন্টো খুবই পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও খোলামেলা একটি শহর। ৫০ লাখ জনঅধ্যুষিত নগরীর ১৮ শতাংশ এলাকা হচ্ছে পার্ক।

যা এ ধরনের সিটির ক্ষেত্রে বিস্ময়কর। এ কারণে অনেকেই টরন্টোকে বলেন সিটি অব পার্ক। এ শহরে বর্তমানে দ্রুত জনবৃদ্ধি ঘটছে। পরিসংখ্যানে প্রকাশ, প্রতি বছর এ শহরে এক লাখ মানুষ বাড়ছে, যাদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা।

পরিসংখ্যানে প্রকাশ, এ শহরের মানুষেরা প্রায় ১৪০টি ভাষায় কথা বলেন। এ কারণে সমগ্র বিশ্বকেই যেন খুঁজে পাওয়া যায় টরন্টোতে।

সূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত