‘সেলফি হিটলার’ সরিয়ে ফেললো ইন্দোনেশিয়ার জাদুঘর

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৭, ১৮:৪৩

সাহস ডেস্ক

সমালোচনার মুখে ইন্দোনেশিয়ার একটি জাদুঘর থেকে এডলফ হিটলারের একটি ভাস্কর্য শেষ পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। এই ভাস্কর্যটি ‘সেলফি হিটলার’ নামে পরিচিত ছিল। খবর বিবিসি।

ইন্দোনেশিয়ার জাভায় জগজাকার্তা শহরের ডি আরকা স্ট্যাচু আর্ট জাদুঘরে স্থাপন করা হয় হিটলারের ওই ভাস্কর্যটি।

জানা যায়, দর্শনার্থীদের ছবি তোলার জন্য ভাস্কর্যটি বসানো হয়েছিল। জাদুঘরে রাখা হিটলারের মূর্তির পেছনে আছে নাৎসি বাহিনীর সেই বর্বর নির্যাতনের ছবি। এই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন দর্শনার্থীরা। এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়।

জাদুঘরের অপারেশন ম্যানেজার জামি মিসবাহ দাবি, আমরা কোনো বিতর্কে উসকে দিতে চাইনি। শিক্ষার উপকরণ হিসেবে আমরা ভাস্কর্যটি রেখেছিলাম।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত