বসের পোস্টে লাইক না দেয়ায় শাস্তি

প্রকাশ : ২২ আগস্ট ২০১৬, ১৭:৫৯

সাহস ডেস্ক

চীনের এক ট্রাভেল কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা 'লাইক' দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি। আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে জরিমানা গুনতে হয়েছে।

ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় শহর জিনানে। ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে।

বেইজিং ইয়োথ ডেইলির বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি মনিটরিং।

কোম্পানির প্রধান নির্বাহীর মাইক্রোব্লগিং অ্যাকাউন্টে লাইক বা কমেন্ট করতে বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন। মন্তব্য করতে বলার পরও যারা অংশ নেয়নি তাদের দেয়া হয়েছে এই জরিমানার শাস্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত