দেশে ফিরছেন সৈয়দ আশরাফ আজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৬, ১০:৫০

সাহস ডেস্ক

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যুক্তরাজ্য থেকে আজ দেশে ফিরছেন। রবিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তার ব্যক্তিগত সহকারী (এপিএস) একেএম সাজ্জাদ আলম শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

জনপ্রশাসনমন্ত্রীর এপিএস বলেন, 'যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে ইতিমধ্যেই জনপ্রশাসনমন্ত্রী রওনা হয়েছেন।
 
গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফের স্থলাভিষিক্ত হন আগের কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
গত ২ নভেম্বর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ফেসবুক স্ট্যাটাসে জানান, লন্ডনে স্ত্রী শীলার সেবা-শুশ্রূষায় ব্যস্ত সময় পার করছেন সৈয়দ আশরাফ।
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধকালীন সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম ২০০৭ সালে আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরতে এগিয়ে আসেন। পরে কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক হন তিনি। টানা দুই মেয়াদে সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এবার সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। সদ্য সমাপ্ত কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন সৈয়দ আশরাফ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত