ভেজাল রোধে ভ্রাম্যমাণ পরীক্ষাগার হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৩:২৯

সাহস ডেস্ক

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ভেজাল রোধে দ্রুত ভ্রাম্যমাণ পরীক্ষাগার চালু করা হবে। নিরাপদ খাদ্যপ্রাপ্তি সবার সাংবিধানিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। এজন্য সরকারের ৪৮০টি বিভাগ একত্রে কাজ করছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 

খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে যশোর শিল্পকলা একডেমিতে রবিবার (৪ ডিসেম্বর)‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তৃতায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরাপদ খাদ্য আইন পাশ করেছে। এতে মানুষের নিরাপদ খাদ্য পাওয়ার আইনি বৈধতা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত