আজ ধামরাই মুক্ত দিবস

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৬, ১০:৪৬

সাহস ডেস্ক

আজ ১৩ ডিসেম্বর, ১৯৭১ সালের এই দিনে ঢাকার ধামরাই হানাদার মুক্ত দিবস। এই দিনে ধামরাইয়ের আকাশে উড়েছিল লাল-সবুজের পতাকা। ধামরাইয়ের ইতিহাসে দিনটি বিশেষ স্মরণীয় দিন।

১৯৭১ সালের ১২ ডিসেম্বর রাতে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর, রাজাকার, আল-বদর ও আলসামস বাহিনীর সহযোগিতায় উপজেলার জয়পুরা, কারামপুর, ধামরাই বাজারে, সুয়াপুর, বালিয়ায় গ্রামবাসীর ওপর চালায় নিষ্ঠুর অত্যাচার ও নির্যাতন। অগ্নিসংযোগ ও লুটপাট করে এসব গ্রামের ঘরবাড়িতে।

এই দিনে সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর ঘাঁটিতে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা আক্রমন শুরু করেন।এক সময় মিত্রবাহিনী ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ডাউটিয়ার বেওয়াডুবি ব্রীজ বোমা মেরে উড়িয়ে দেয়। ফলে ঢাকার সাথে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। প্রবল আক্রমনের মুখে টিকতে না পেরে হানাদার বাহিনী সাভার ও ঢাকার দিকে পিছু হটে। হানাদার মুক্ত হয় ঢাকার ধামরাই উপজেলা। 

হানাদার মুক্ত হওয়ার খবরে ওই দিন বিকেল থেকে মুক্তিযোদ্ধাসহ হাজার হাজার মুক্তিকামী মানুষ শহরে এসে বিজয় উল্লাসে মেতে উঠে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত