কুড়িগ্রামে আ.লীগ সমর্থিত মোঃ জাফর আলী বিজয়ী

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৮:১৯

শফিউল আলম শফি

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ জাফর আলী ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাপপিরিচ প্রতীকের পনির উদ্দিন আহমেদ পেয়েছেন ২৭৯ ভোট। 

জেলার ৯ উপজেলায় ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪ টিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উচ্চ আদালতের আদেশে কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনের ৬ নং ওয়ার্ডে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি। এ কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ৬৮টি। 

জেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন জানান, বিলুপ্ত ছিটমহলে লাগোয়া ৩টি ইউনিয়নে ৩১ অক্টোবর নির্বাচন হওয়ায় সেখানকার নির্বাচিত প্রতিনিধিরা ভোটার হতে পারেনি। প্রতিনিধিদের পক্ষে ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল বাতেনের রিটের প্রেক্ষিতে ভোট গ্রহণ স্থগিত করে উচ্চ আদালত।

এ কেন্দ্রের ভোট স্থগিত থাকলেও নির্বাচিত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাফর আলী নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৩৭১ ভোটে বেশি থাকায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে ভোট চলাকালীন সময় উলিপুর উপজেলায় পরাজিত প্রার্থী পনির উদ্দিন আহমেদ এর গাড়ি ভাংচুর করা হয়। এসময় প্রার্থীসহ ৫ জন আহত হয়। পরে পুলিশ  তাকে উলিপুর থেকে নিজ বাড়িতে পৌছে দেয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত