লক্ষ্মীপুরে কটন মিলে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৭, ১৮:৪৯

লক্ষ্মীপুরে পৌর শহরের মজুপুর এমদাদ উল্লাহ পাটোয়ারী সুপার মার্কেটে অবস্থিত তাহের ওয়েস্ট কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ২টার দিকে মেশিন চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

তবে, ফায়ার সার্ভিস এ অগ্নিকাণ্ডের সঠিক তথ্য জানাতে পারেনি। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ কটন মিল মালিক মোঃ রাসেল।

কটন মিল মালিক রাসেল বলেন, কারখানার ৩টি মেশিনে ২০ জন শ্রমিক কাজ করছিল, হঠাৎ করে যান্ত্রিক ক্রটির কারণে ১টি মেশিনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে অন্যান্য মেশিনেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সকলে দ্রুত বের হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে কারখানার ৩টি মেশিন পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করেন মোঃ রাসেল।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বলেন, যান্ত্রিক ত্রুটি নাকি বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি এ কর্মকর্তা।