খুলনার শিশু রাকিব হত্যা মামলার শুনানি শুরু

প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৭, ১৫:২৩

অনলাইন ডেস্ক

খুলনার শিশু রাকিব হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি হাইকোর্টে শুরু হয়েছে। হত্যাকাণ্ডের দেড় বছরের মধ্যেই উচ্চ আদালতে এই মামলার শুনানি শুরু হলো।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়।  

আদালতে রাষ্ট্রপক্ষে আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। 

২০১৫ সালের ৩ আগস্ট খুলনায় দোকানে কাজ করতে রাজি না হওয়ায় শিশু রাকিবকে হত্যা করা হয়।

খুব অল্প সময়ে বিচারকাজ শেষে ওই বছরের ৮ নভেম্বর মামলার রায় ঘোষণা করেন বিচারিক আদালত। রায়ে মোঃ শরীফ ও মিন্টু খান নামের দুই আসামি মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দেন। 

এ রায় ঘোষণার দ্বিতীয় দিনে নিম্ন আদালতের রায়ের নথিসহ প্রয়োজনীয় কাগজপত্র হাইকোর্টে পৌঁছে।