সিলেট আদালতে হাজিরা দিলেন আরিফ ও গউছ

প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৭, ১৭:১৮

অনলাইন ডেস্ক

প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সিলেট আদালতে হাজিরা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র (সাময়িক বরখাস্তকৃত) জি কে গউছ। এ মামলায় আরিফ ও গউছ বর্তমানে জামিনে রয়েছেন। 

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসানের আদালতে হাজিরা দেন তাঁরা। এদিকে এ মামলায় তাঁরা দুজনেই  গত ৪ জানুয়ারি কারামুক্ত হন। 

আদালতের পিপি কিশোর কুমার কর জানান, মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য থাকায় আরিফ ও গউছ আদালতে হাজিরা দেন। তবে অন্য কোন আসামি আদালতে হাজির ছিলেন না। এছাড়া আদালতে কোন সাক্ষীও ছিল না। ফলে আদালত আগামী বুধবার (১১ জানুয়ারি)পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। 

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়।