সুপ্রিম কোর্ট আজ ছুটি ঘোষণা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:০১

সাহস ডেস্ক

সুপ্রিম কোর্টের উভয় বিভাগে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ছুটি ঘোষণা করা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতি এম এম রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীরা। জানাজার আগপর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম কিছু সময় চললেও বসেনি হাইকোর্ট বিভাগ।

গত মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি রুহুল আমিন। দীর্ঘদিন ধরেই সাবেক এই প্রধান  বিচারপতি বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। পরে ২০০৯ সালের ২২  ডিসেম্বর তিনি অবসরে যান।

এম এম রুহুল আমিন ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি দুই ছেলের বাবা ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত