দাভোসে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৩:২৮

সাহস ডেস্ক

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে যাতে পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব না পড়ে, সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে তাঁর সরকার।

দাভোসে সম্মেলনের প্ল্যানারি সেশনে বুধবার (১৮ জানুয়ারি) বিষয়টি নিয়ে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের সাথে বিতর্কের সময় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, যারা রামপাল নিয়ে অহেতুক বিতর্ক করছে তাঁদের প্রকল্প স্থান ঘুরে দেখা উচিত।

গত ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে এই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরকার প্রধান শেখ হাসিনা যোগ দিয়েছেন।

সম্মেলনের মূল আয়োজনের পাশাপাশি সেখানে অনুষ্ঠিত সেমিনার, কর্মশালায় অংশগ্রহণের ধারাবাহিকতায় বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাভোসের কংগ্রেস সেন্টারে আয়োজন ছিলো জলবায়ু পরিবর্তন নিয়ে। লিডিং দ্য ফাইট এগেইন্সন্ট ক্লাইমেট চেইঞ্জ শীর্ষক ঐ প্লেনারি পর্বে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অবস্থানগত কৌশলের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল-গোর প্রশ্ন তোলেন সুন্দরবনের অদূরে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে।

এ সময়, প্রধানমন্ত্রী বলেন- উন্নত প্রযুক্তিতেই গড়ে তোলা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটি। যেখানে পরিবেশের ক্ষতির কোনো আশঙ্কা নেই।

তিনি বলেন, গ্রিন হাউজ গ্যাস নির্গমনে বাংলাদেশের ভূমিকা খুব সামান্য হলেও পরিবেশের ক্ষতির কারণে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হচ্ছে। লাখ লাখ মানুষকে স্থানান্তরিত হতে হচ্ছে, নিঃশব্দে।

বিতর্কের এক পর্যায়ে দিনাজপুরের বড়পুকুরিয়ায় চলমান কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের জানান- সেখানে মানব বসতি কিংবা পরিবেশে কোনো বিরূপ প্রভাব পড়েনি।

এর আগে ‘ওয়ার্ল্ডস আন্ডার ওয়াটার’ শীর্ষক পানি বিষয়ক এক সাইড লাইন আলোচনায় পরিবর্তনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত