রাবিতে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন শুরু

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৭:৫৪

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যায়ের (রাবি) পরিসংখ্যান বিভাগ ও বিবিসিবিএ- এর উদ্যোগে ‘বায়োইনফর্মেটিক্স এন্ড বায়োস্ট্যাটিক্স ফর এগ্রিকালচার, হেলথ এন্ড এনভাইারনমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. ইউসুফ আলী মোল্লা, বিসিএএস’র এক্সিকিউটিভ ডাইরেক্টর ড. এ আতিক রহমান, রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান, হেকেপ’র প্রজেক্ট ডাইরেক্টর ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, বিশ্বব্যাংকের সিনিয়র অফিসার ড. মো. মোখলেসুর রহমান প্রমূখ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে থাকবেন- ইউজিসির সদস্য অধ্যাপক মো. ইউসুফ আলী মোল্লা, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী সদস্য ড. মো. মখলেসুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।

চার দিনব্যাপী এ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক কেইথ এ ক্যানড্রিল ও জাপানের ইন্সটিটিউট অব স্ট্যাটিসটিক্যাল ম্যাথমেটিকসের অধ্যাপক সান্ত শিয়াগো। এছাড়া বাংলাদেশসহ জাপান, চায়না ও ভারতের নয়জন গবেষক প্লানারি স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। দেশ-বিদেশের অর্ধশতাধিক বিজ্ঞানী সম্মেলনে ২৩৮টি পেপার উপস্থাপন করবেন।

বায়োইনফরমেটিকস অ্যান্ড বায়োস্ট্যাটিসটিকস্ ব্যবহারের মধ্য দিয়ে দেশের কৃষি, স্বাস্থ্য ও পরিবেশের জন্য সরকারের পক্ষে সাসটেইনেবল ডেভোলপমেন্ট গোলস্ অর্জনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত