নেত্রকোনার যুদ্ধাপরাধী মঞ্জু রাজাকারের মৃত্যু

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১১:২৮

সাহস ডেস্ক

যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার নেত্রকোনার এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনায়েত উল্লাহর মৃত‌্যু হয়।

এনায়েত উল্লাহর বাড়ি নেত্রকোনার আটপাড়া থানার কুলশ্রীতে। যুদ্ধাপরাধের মালায় গত বছরের অক্টোবরে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

একই মামলায় মো.হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮) নামে আরও দুজন আসামি রয়েছেন।  তাদের আঞ্জু পলাতক, সোহরাব গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। 

তারা তিনজনই একাত্তরের শান্তি কমিটির সদস্য ও রাজাকার বাহিনীর সদস‌্য ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় আটপাড়ার মধুয়াখারী, মোবারকপুর ও সুখারী গ্রাম এবং মদন  থানার মদন গ্রামে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন বলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভিযোগে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১০ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে ৭ মার্চ মামলার পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত