‘পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও’ কর্মসুচী এবার তারাগঞ্জে

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৭, ১৮:০১

পাখির নিরাপদ আবাসস্থল গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরের পাখি রক্ষার সামাজিক সংগঠন সেতু বন্ধন এবার রংপুরের তারাগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু করেছেন।

তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে দায়মুলাহ ইসলামিক কিন্ডারগার্টেন মাঠ চত্বরে আলোচনা সভা, লিফলেট বিতরণ, গাছে গাছে কলস লাগানো, ছিন্নমূল শিশুদের জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছেন তারা।

শুক্রবার ২৭ জানুয়ারি রংপুরের তারাগঞ্জ কিন্ডারগার্ডেনের অধ্যক্ষ শাহজাহান হোসেনের সভাপতিত্বে প্রধান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম জাহিদ,
সেতুবন্ধনের সৈয়দপুর উপজেলার সভাপতি আলমগীর হোসেন।

আরো উপস্থিত ছিলেন, দাইমুল কিন্ডারগার্টেন কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম, সেতুবন্ধনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক রুহুল আমিন, কার্যকরী সদস্য মোজাহিদুল ইসলাম জুয়েল, ইসতিহাক আহমেদ, সাংবাদিক সাদিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানিকতা শেষে তারাগঞ্চ এলাকার পাখিদের আবাসের জন্য গাছে গাছে কলস বেঁধে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত