‘ফেরেশতা পাঠালেও দলীয় গন্ধ খুঁজবে বিএনপি’

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০৯

সাহস ডেস্ক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ইসি গঠনে আল্লাহ পাক স্বয়ং ফেরেশতা পাঠালেও বিএনপি দলীয় গন্ধ খুঁজবে।

আজ ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রাজনীতি ও শ্রমজীবী মানুষের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় হাছান মাহমুদ এ কথা বলেন।

আওয়ামী হকার্স লীগ এ আলোচনা সভার আয়োজন করে। এতে হাছান মাহমুদ বলেন, সার্চ বা অনুসন্ধান কমিটি বরেণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেশতা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও করতে পারবে না।

হকারদের পুনর্বাসনের প্রয়োজনীতা উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, হকারদের সমস্যার বাস্তব সমাধান করতে হবে। উন্নত বিশ্বে হলি ডে মার্কেট রয়েছে। এখানেও তার ব্যবস্থা করা যেতে পারে। এ ছাড়া যেসব স্থানে হকার বসলে সাধারণ মানুষের সমস্যা হবে না, সে স্থানে তাদের ব্যবসা করার অনুমতি দেওয়া যেতে পারে।

আয়োজক সংগঠকের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ শামসুল হক টুকু, হকার্স লীগের সাধারণ সম্পাদক হাজি মো.জাহেদ আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত