পার্বতীপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩৩

পার্বতীপুরে সর্বত্র যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে এক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান।

বক্তব্য রাখেন, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, দিনাজপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ লতিফা বেগম, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সরদার, আইনজীবি সৈয়দুল আলম শান্ত, সাংস্কৃতিক কর্মী নীলকান্ত মহন্ত
প্রমুখ।

এর আগে রাত ১২টা ১মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনীতিক সংগঠন, সামাজিক সংস্কৃতিক, রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নসহ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পমাল্য দেওয়া হয়।

সকালে প্রভাত ফেরী করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। এসময় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সাম্প্রদায়িক শক্তি সমূলে উৎপাটনের শপথ গ্রহণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত