ব্যাখ্যা দিতে হাইকোর্টে নারায়ণগঞ্জের ডিসি

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৯

সাহস ডেস্ক

সোনারগাঁওয়ে অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২৩৫০ বিঘা কৃষিজমি, জলাভূমি ও নিচু জমি মাটি দিয়ে ভরাট করার বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে হাজির হয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)।

২২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জেলা প্রশাসক মো.রাব্বী মিয়া হাইকোর্টে হাজির হন। বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে ডিসির পক্ষে শুনানি করবেন জ্যৈষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার।

২০১৪ সালে সোনারগাঁও উপজেলার ৬টি মৌজায় কৃষি জমি ও মেঘনা নদীর তীর ভরাট করে সোনারগাঁও রিসোর্ট সিটি নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছিল। ওই বছরের ২ মার্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রকল্প বাস্তবায়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। পরবর্তী সময়ে অপর এক আবেদনে হাইকোর্ট এক আদেশে ভরাটকৃত মাটি অপসারণ করে কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেন।

২০১৬ সালে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকল্পের ওপর দেওয়া নিষেধাজ্ঞার আদেশ সংশোধন করে দেন হাইকোর্ট। ওই বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের এই আদেশ স্থগিত করে দেন।

এই আদেশ স্থগিত থাকার পরও মাটি ভরাট কার্যক্রম চলছিল। আদালত অবমাননার সেই মামলায় গত ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুনানি শেষে হাইকোর্ট নারায়ণগঞ্জের ডিসিকে তলব করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত