‘দেড় মাসে ৪২ শিশু হত্যা’

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪

সাহস ডেস্ক

বছরের প্রথম দেড় মাসেই ৪২ শিশু হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা।

২২ ফেব্রুয়ারি  (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মানবাধিকার সংস্থাটি এ উদ্বেগ প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে অপহরণের পর দুই শিশুকে হত্যা করে অপহরণকারী প্রতিবেশি, তাছাড়া পারিবারিক কলহের জেড় ধরে ৫ বছরের সন্তানকে হত্যা করে বাবা। এ-রকম অসংখ্য শিশু হত্যার ঘটনা দিন দিন বেড়েই চলছে। গত দেড় মাসে ৪২ শিশু হত্যার শিকার হয়। নিজ বাবা- মার হাতে হত্যার শিকার হয় ৫ শিশু।

এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট সিগমা হুদা বলেন, দিন দিন ক্রমবর্ধমান শিশু হত্যার ঘটনা প্রমাণ করে যে আমরা কতটা অমানবিক সমাজ ব্যবস্থায় বসবাস করছি। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা অত্যাচার হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অতি দ্রুত যদি আমরা এ অবস্থার পরিবর্তন না করতে পারি জাতিকে চরম মূল্য দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত