চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থিদের জয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি, দুই সহসভাপতি, তিন সম্পাদক, তিন সদস্য সহ ৯টি পদে বিজয়ী হয়েছেন বিএনপিপন্থি আইনজীবিদের সমন্বয়ে গঠিত ‘কাজল-ওদুদ’ পরিষদ। অপর দিকে আওয়ামীপন্থি আইনজীবিদের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ’ (সামাদ-নজরুল পরিষদ) সাধারণ সম্পাদক, দুই সম্পাদক ও তিন সদস্য সহ ৬টি পদে বিজয়ী হয়েছেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন কাজল। তিনি পেয়েছেন ১০৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী আব্দুস সামাদ পেয়েছেন ৮৭ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৯৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল ওদুদ পেয়েছেন ৮৮ ভোট। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা আইনজীবি সমিতি ভবনে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে সন্ধ্যা সোয়া সাতটায় ফলাফল ঘোষণা করেন মূখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামিল। পূর্ণাঙ্গ দুটি প্যানেলে ৩০ জন আইনজীবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার ছিলেন ২১৩ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১৯৪ জন। সম্পূর্ন সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ত্ব পালন করেন এবিএম সাইদুল ইসলাম ও এতমাতুদ্দৌলা মুকুট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত