ডিমলায় মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা

প্রকাশ : ১৩ মার্চ ২০১৭, ২০:৪০

ডিমলা প্রতিনিধি

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ১৯৭১ এর রনঙ্গনের ১১টি সেক্টরের ৬ নং সেক্টর অধিনাস্থ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের উদ্দ্যোগে মুক্তিযুদ্ধের চেতনা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ মার্চ সোমবার সকালে নীলফামারী ডিমলা উপজেলা ১০ নং ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস, সভাপতি আওয়ামী লীগ পূর্ব ছাতনাই ইউনিয়ন এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের দেওয়ানগঞ্জের অধিনাস্থ ৬নং কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি।

আরো উপস্থিত ছিলেন, যুদ্ধাহত কোম্পানি কমান্ডার এ জেড সিদ্দিকী ভি.আই.পি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইনুল ইসলাম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবঃ) ও সহকারী জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ আলী, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন খোকন, সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, টেপা খড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিয়ার উদ্দিন, ছাতনাই কলোনী বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল লতিফ মিন্টু, পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত