বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশ : ১৭ মার্চ ২০১৭, ১৬:৩০

সাহস ডেস্ক

‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এলো এমন ছেলের জন্য’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ উপলক্ষে আজ ১৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করছে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

অনুষ্ঠানমালায় ছিল- ভোর ৭টায় একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, সকাল ১০টায় শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা, সকাল ১১টায় লিয়াকত আলী লাকী এর পরিকল্পনা গ্রন্থনা ও নির্দেশনায় নাটক: মুজিব মানে মুক্তি।

দুপুর ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, বিকেল ৫টায় তামান্না তিথীর উপস্থাপনায় শিশুদের সাথে ডা. নুজহাত চৌধুরী ও লিয়াকত আলী লাকীর অংশগ্রহণে বঙ্গবন্ধুর গল্প শোন, বিকেল ৫.৩০টায় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী-দি সুজ, মাটির পাখি, মন ফড়িং, রক্তজবা ও মাধো। মুজিব মানে মুক্তি নাটকের কাহিনী সংক্ষেপ এবং আজকের অনুষ্ঠানের ছবি নিম্নে সংযুক্ত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত