শক্তিশালী বিস্ফোরণে হেলে পড়েছে আতিয়া মহল

প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৩:১৩

সাহস ডেস্ক

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকায় ইসলাম ধর্ম অনুসারীদের ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে অন্তত তিনটি বিস্ফোরণ খুবই শক্তিশালী। এ কারণে কিছুটা হেলে পড়েছে ভবনটি।

এ ছাড়া রবিবার (২৬ মার্চ) সকাল থেকেই থেমে থেমে আল্লাহু আকবর ধ্বনির সাথে আরও বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া যাচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টা ৫৭ মিনিট, ১০টা ৭ মিনিট ও ১১টা ৪৩ মিনিটে শক্তিশালী তিনটি বোমার বিস্ফোরণ হয় আতিয়া মহল ও আশপাশে। এর মধ্যে শেষ বিস্ফোরণটি ছিল খুবই শক্তিশালী। বিস্ফোরণের পর গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ওই এলাকায় থাকা পুলিশের এক সদস্য জানিয়েছেন, বিস্ফোরণের পর আতিয়া মহলের পলেস্তারা খসে পড়েছে। দেখে মনে হচ্ছে ভবনটি কিছুটা হেলে পড়েছে।

অভিযানস্থল এবং এর আশপাশের এলাকা পুরোপুরি কর্ডন করে রেখেছে সেনাসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়া শনিবার রাতে বোমা বিস্ফোরণস্থল সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিতা টানিয়ে সুরক্ষিত করে রেখেছে।

সিলেটের গোয়ালাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল জানিয়েছেন, আজ রবিবার (২৬ মার্চ) সকাল ৭টার দিকে এই ধারা জারি করা হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত