‘ইউ হ্যাভ টু অ্যাটাক দ্য সিস্টেম’

প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৬:৫৭

সাহস ডেস্ক

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, ব্যাংকিং ব্যবস্থা সঠিকভাবে চললে জঙ্গিবাদের অর্থায়ন বন্ধ হবে।

২৬ মার্চ (রবিবার) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহর উদ্বোধন অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন।

এ সময় দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম ও কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘ব্যাংকিং সিস্টেম যদি আমরা সঠিকভাবে চালাতে পারি জঙ্গি অর্থায়ন বন্ধ হবে এবং আপনি তো জনে জনে যেয়ে জঙ্গি অর্থায়ন বন্ধ করতে পারবেন না। ইউ হ্যাভ টু অ্যাটাক দ্য সিস্টেম।’

ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতির কারণে দুই থেকে তিন ভাগ মোট দেশজ উৎপাদন (জিডিপি) নষ্ট হচ্ছে। দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না উল্লেখ করে তিনি বলেন, শহীদদের প্রতি সম্মান ও অর্থনৈতিক মুক্তি চাইলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। এ সময় দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত