গোপালগঞ্জে পদদলিত হয়ে পুণ্যার্থী নিহত

প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ১৮:১০

সাহস ডেস্ক

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর ওড়াকান্দিতে বারুণী স্নানোৎসবে পদদলিত হয়ে সতীশ চন্দ্র মধু (৬০) নামে এক পুণ্যার্থী নিহত হয়েছেন। তার বাড়ি কোটালীপাড়া উপজেলার কান্দি গ্রামে। পরে নিহতের লাশ স্বজনরা গ্রামের বাড়ি নিয়ে গেছেন। 

২৬ মার্চ (রবিবার) সকালে স্নানোৎসব স্থলের প্রবেশ পথের একটি সেতুর কাছে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলী নূর বলেন, ২৫ মার্চ (শনিবার) থেকে ওড়াকান্দিতে শ্রী শ্রী হরি চাঁদ ঠাকুরের ২০৬তম জন্ম তিথি উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বারুণী স্নানোৎসব শুরু হয়। রাত থেকেই ওড়াকান্দিতে তীর্থ যাত্রীদের ভিড় বাড়তে থাকে। ২৬ মার্চ (রবিবার) সকালে থেকে এ ভিড় প্রকট আকার ধারণ করে। স্নানোৎসব স্থলে প্রবেশ পথে একটি সেতুর ওপর পুণ্যার্থীদের ভিড়ের চাপে পদদলিত হয়ে সতীশ চন্দ্র মধু নিহত হন। 

প্রসঙ্গত, ২০০৫ সালে এই স্নানোৎসবে পদদলিত হয়ে ৭ জন নিহত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত